মৌলভীবাজার প্রতিনিধি

  ০৩ মার্চ, ২০২৪

বড়লেখায় ছিনতাই অটোরিকশা গোয়াইনঘাটে উদ্ধার, আটক ৪ 

ছবি: প্রতীকী

মৌলভীবাজারের বড়লেখায় ছিনতাই হওয়া একটি অটোরিকশা সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে গাড়ি বিক্রির ২৪ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ। রবিবার (৩ মার্চ) দুপুরে বড়লেখা থানা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বড়লেখা উপজেলার চন্ডিনগর (বড়গুল) গ্রামের বাসিন্দা ইমন আহমদ, একই এলাকার ইমরান আহমদ ও এমরান আহমদ এবং জিয়াদনগর (বিরাশী) গ্রামের জসীম উদ্দিন। এই ঘটনায় অটোরিকশাটির মালিক আব্দুস সহিদ বাদী হয়ে থানায় মামলা করেছেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ বলেন, গত ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় অটোরিকশা চালক লিলু মিয়া কুলাউড়ায় যাত্রী নামিয়ে বড়লেখা উপজেলার কাঠালতলীতে ফিরছিলেন। বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের মাধবগুল এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা দুজন যাত্রী তাকে সিগন্যাল দেয়। সন্ধ্যা অনুমানিক সাড়ে ছয়টার দিকে রাতিরপুল এলাকার জনৈক আব্দুল জব্বার চেয়ারম্যানের বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পর যাত্রীরা লিলু মিয়াকে গাড়ি থামাতে বলে। তখন চালকের সন্দেহ হলে তিনি দ্রুত গাড়ি ঘোরানোর চেষ্টা করলে তা বন্ধ হয়ে যায়। এ সময় চারজন লিলু মিয়াকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে হত্যার ভয়ভীতি দেখিয়ে তাকে রশি দিয়ে বেঁধে দুজন নিয়ে চলে যায়। অপর দুজন লিলু মিয়াকে পাহাড়ি টিলায় নিয়ে হত্যার পরিকল্পনা করে। পরে তারা লিলুকে মারধর করে হাত-পা বেঁধে তার কাছ থেকে ২ হজার ৮০০ টাকা এবং একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর লিলু নিজেই নিজের হাতের বাঁধন খুলে টিলা থেকে নেমে একটি বাড়িতে আশ্রয় নেন। পরে তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানান।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৌলভীবাজার,বড়লেখা,অটোরিকশা,ছিনতাই,আটক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close