reporterঅনলাইন ডেস্ক
  ০৩ মার্চ, ২০২৪

সংক্ষিপ্ত খবরে সারাদেশ

ছবি: প্রতিদিনের সংবাদ

আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সক্রিয় ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। শনিবার ( ২ মার্চ) রাতের দিকে সদর উপজেলার মাসুমপুর ও শিয়ালকোল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রবিবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব-১২ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ অধিনায়ক মারুফ হোসেন জানান, আটককৃতরা ছিনতাইকারী চক্রের সদস্য। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সমিতির নির্বাচন

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী ড্রাইভার্স অ্যান্ড সরকারি কর্মচারী কল্যাণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর ব্যবস্থাপনা কমিটির ৬টি পদের নির্বাচন হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন খবির উদ্দিন হাওলাদার (ছাতা), সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন খোকন মোল্লা (কাপপিরিচ)। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল গফ্ফার বিশ্বাস(তালাচাবি)। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ইসমাইল হোসাইন( মাছ)। এ নির্বাচনে দুটি সদস্য পদেই বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন-আব্দুল মন্নান ও মো. আমিন খান।

আলোচনা সভা

সাভার প্রতিনিধি

রাজধানীর সাভারের আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মাদক নির্মূলে করণীয় শীর্ষক আলোচনা সভা হয়েছে। রবিবার (৩ মার্চ) দুপুরে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের হল রুমে এ আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা ওসি এ এফ এম সায়েদ। সভায় সভাপতিত্ব করেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহ আলম। সঞ্চালনায় ছিলেন ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। সভায় প্রায় আশুলিয়ার অর্ধশতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা

মিঠাপুকুর প্রতিনিধি

দি এশিয়া ফাউন্ডেশনের আয়োজনে রংপুরের মিঠাপুকুরে ধর্মীয় সম্প্রীতি ও আইন সহায়তা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। রবিবার উপজেলার শাল্টি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুরে বাংলাদেশ আমেন মিশন স্কুল এন্ড চার্চের সভাকক্ষে এ মতবিনিময় সভা হয়। মতবিনিময় সভায় দি এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রজেক্ট অফিসার মাহামুদা বেগম শরিফা ও ইরফানুল বারী সরকার প্রজেক্টের মুল বিষয় উপস্থাপন করেন। মতবিনিময় সভায় উন্মুক্ত বক্তব্যে অংশ নেন, বিনোদপুর আদিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান উদ্দিন মন্ডলসহ অন্যরা।

প্রস্তুতিমূলক সভা

মঠবাড়িয়া প্রতিনিধি

ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে পিরোজপুরের মঠবাড়ীয়ায় প্রস্তুতিমূলক সভা হয়েছে। রবিবার সকালে মঠবাড়িয়া উপজেলা প্রশাসন শহীদ মাখন লাল দাস মিলনায়তনে এ সভা হয়। সভায় উপজেলা নির্বার্হী কর্মকর্তা আবদুল কাইয়ূম সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নূর আলম প্রমুখ।

শিক্ষার্থীদের সংবর্ধনা

নন্দীগ্রাম প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের ২০২৩ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত ৪২৩ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২ মার্চ) প্রি-ক্যাডেট একাডেমী চত্ত্বরে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি আব্দুস ছাত্তারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা। এর আগে সংবর্ধনার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আনিছুর রহমান। বক্তব্য রাখেন শিল্প ও বণিক সমিতির সহ সভাপতি ফজলুল হক কাশেমসহ অন্যরা।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সংক্ষিপ্ত খবরে সারাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close