নাটোর প্রতিনিধি

  ০৩ মার্চ, ২০২৪

নাটোরে

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি মামলায় সেই বিএনপি নেতার জামিন

ছবি: প্রতিদিনের সংবাদ

রাজশাহীর পুঠিয়ায় বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি মামলায় রাজশাহী জেলা বিএনপির আহব্বায়ক আবু সাইদ চাঁদকে জামিন দিয়েছেন নাটোরের আদালত। রবিবার (৩ মার্চ) নাটোরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম এই জামিন মঞ্জুর করেন।

নাটোর জজ আদালতের অ্যাডভোকেট সিরাজুল ইসলাম মামলা সূত্রে জানান, গত বছরের ১৯ মে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির আয়োজনে পুঠিয়া শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে এক জনসমাবেশে হয়। সেই সমাবেশে বক্তব্যে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। আমাদের এক দফা আর তা হল শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করাতে যা যা করা প্রয়োজন তা আমরা করবো ইনশাল্লাহ।’ এ ঘটনায় নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বাদী হয়ে চাঁদকে অভিযুক্ত করে আদালতে একটি মামলা করেন।

আসামি পক্ষের আইনজীবি নাটোর জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল হক মুক্তা বলেন, যেহেতু ঘটনাটি রাজশাহী জেলার সেহেতু এই মামলা নাটোর আদালতে যুক্তিযুক্ত নয়। তাই আদালতের বিচারক আবেদন শুনানী শেষে তার জামিন মঞ্জুর করেন।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাটোর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close