ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ঈশ্বরগঞ্জে মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরকে যানজট মুক্ত করতে সড়ক ও জনপথের উদ্যোগে পৌর বাজারের রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। রবিবার (৩ মার্চ) দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম প্রিন্স এই অভিযান চালিয়ে বহু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌর বাজারের ভেতর দিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বেশিরভাগ কাঁচাবাজার প্রতিদিন বসে রাস্তার পাশে যে কারণে যানজট লেগেই থাকে। সেই যানজট নিরসনে শনিবার (২ মার্চ) দিনব্যাপী মহাসড়কের পাশে নিজ দায়িত্বে সব অবৈধ দোকান সড়িয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়। পরে রবিবার দুপুরে উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন। সেই অভিযানে সড়কের পাশে থাকা বহু দোকানপাট উচ্ছেদ করা হয়।
অন্য দিকে, নির্ধারিত স্টেশনে গাড়ি না থামিয়ে যেখানে-সেখানে দাঁড় করিয়ে যানজট তৈরির দায়ে এম কে সুপার বাসের ২ চালককে ২ হাজার টাকা করে জরিমানা করেন ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স। এ সময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট প্রিন্স বলেন, যানজট নিরসনে ও জনসাধারণের ভোগান্তি লাঘবে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পিডিএস/আরডি