ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
০৩ মার্চ, ২০২৪
ঘোড়াঘাটে নকলের দায়ে বহিষ্কার ৩ শিক্ষার্থী
মাধ্যমিক (এসএসসি) পরীক্ষা চলাকালীন নকল করার দায়ে দিনাজপুরের ঘোড়াঘাটে ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার রানীগঞ্জ সরকারি দ্বিতীয় দ্বি-মুখী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে পদার্থ বিজ্ঞান বিষয়ে পরীক্ষা চলাকালীন কুলানন্দপুর উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষার্থী ও রানীগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এ ছাড়া ওই কেন্দ্রের ৩টি কক্ষে দুজন করে মোট ৬ শিক্ষককে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা এ বছর আর কোন পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব পালন করতে পারবেন না।
এসব তথ্য প্রতিদিনের সংবাদকে নিশ্চিত করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসান।
পিডিএস/আরডি
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন