গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

  ০২ মার্চ, ২০২৪

গোবিন্দগঞ্জে এতিমখানা ও মাদরাসায় অগ্নিকাণ্ড 

ছবি: প্রতিদিনের সংবাদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এতিমখানা ও হাফেজিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আসবাব পত্র, ঘরের টিন,বই খাতা, চাল,আলু ফ্রিজ সহ সব কিছু পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ভূক্তোভোগীদের।

শুক্রবার দুপুরে (০১ মার্চ) উপজেলার শামসুন্নাহার হাতেয়ামিয়া আল কোরআন এতিমখানা ও হাফেজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

মাদরাসা সূত্রে ও স্থানীয়া জানায়, ওই এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার হুজুর ও ছাত্ররা শুক্রবার দুপুরে জুম্মার নামাজ আদায়ের জন্য পাশের মসজিদে যায়। নামাজ পড়া অবস্থায় হৈচৈ শুনে মাদরাসার হুজুর ও স্থানীয়রা দেখতে পায় মাদরাসার একটি কক্ষে আগুন লেগে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে এতিমখানাটি সম্পুর্ন পুড়ে যায়। স্থানীয়দের ধারনা বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, তালুককানুপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ মন্ডল, সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এম এ মতিন মোল্লা সহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ,এতিমখানা ও হাফেজিয়া মাদরাসায় অগ্নিকাণ্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close