ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
ঢাকা বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় ফুলগাজীর তিনজন নিহত
ঢাকার বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ফুলগাজী উত্তর শ্রীপুরের তিনজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে মালিবাগে তাদের নিজ বাসা থেকে, স্ত্রী পপি (৩২) ও ছেলে সান রায় (১০) মেয়ে সম্পূর্ণা রায়কে (১২) নিয়ে বই মেলায় বেড়াতে যায় শিপন পোদ্দার। বই মেলায় ঘুরাঘুরি শেষে তার স্ত্রী ও ছেলে মেয়েকে বাসায় চলে যাওয়ার জন্য গাড়িতে উঠিয়ে দিয়ে তিনি তার অফিসে চলে যান। কিছুক্ষণ পর শিপন পোদ্দার তার স্ত্রী পপির কাছে ফোন করে জানতে চায়, যে তারা বাসায় পৌঁছাইছে কিনা? তখন স্ত্রী বলে বাচ্চারা আবদার করছে তাদের কে খাওয়াতে, তাই কাচ্চি ভাই রেস্টুরেন্টে নিয়ে আসছিলেন বললেন পপি।
কথা শেষ হওয়ার প্রায় চার মিনিট পর আবার স্ত্রী পপি তার স্বামী শিপন পোদ্দারকে ফোন করে জানান, যে কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগছে তাদেরকে বাঁচানোর জন্য আকুতি জানান স্ত্রী। এটাই তাদের ছিলো শেষ কথা। আগুন লাগার ঠিক ১০ মিনিট আগে তারা সেই কাচ্চি ভাইতে প্রবেশ করেন। শুক্রবার (১ মার্চ) বিকেলে তার স্ত্রী পপিকে ঢাকা পোস্তগোলা শ্মশানে দাহ করে এবং ছেলে মেয়েদেরকে মাটি দেওয়া হয় বলে জানান শিপন পোদ্দার।
শিপন পোদ্দার ভুট্টো ঢাকায় ব্যবসা করেন, তার বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে।