রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

  ০১ মার্চ, ২০২৪

নরসিংদীর আঞ্চলিক শব্দকোষ গ্রন্থের মোড়ক উন্মোচন

নরসিংদীর রায়পুরায় শুক্রবার ‘নরসিংদীর আঞ্চলিক শব্দকোষ’ গ্রন্থের মোড়ক উন্মোচন থেকে তোলা ছবি: প্রতিদিনের সংবাদ

নরসিংদীতে শেকড় সন্ধানী লেখক, লোক সংস্কৃতির গবেষক ও সংগ্রাহক ফখরুল হাসান-এর ‘নরসিংদীর আঞ্চলিক শব্দকোষ’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। শুক্রবার (১ মার্চ) বিকেলের দিকে আদর্শ ছাত্র সংঘ, কিশোর উদয়ন স্টার ক্লাব ও দক্ষিণ মির্জানগর জনকল্যাণ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের মধ্যপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়।

মোড়ক উন্মোচন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইকবাল হোসাইন মুরাদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভিশন টিভির সিইও আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আদর্শ ছাত্র সংঘ’-এর সাবেক সভাপতি, দক্ষিণ মীর্জানগর জনকল্যাণ ফাউন্ডেশন-এর সভাপতি, শেকড় সন্ধানী লেখক, লোক সংস্কৃতির গবেষক ও সংগ্রাহক ফখরুল হাসান।

এ ছাড়া উপস্থিত ছিলেন কিশোর উদয়ন স্টার ক্লাব এর সভাপতি রাসেল খন্দকার, আদর্শ ছাত্র সংঘ এর সভাপতি মোজাম্মেল হক ভুঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক সোলাইমান প্রধান, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সাজ্জাদ হোসেন ভূঁইয়া কাউসার প্রমুখ।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নরসিংদী,রায়পুরা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close