শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

  ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

শৈলকুপায় ছেলের কাস্তের আঘাতে মায়ের মৃত্যু

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় কাস্তের আঘাতে আহত মা পায়রা খাতুনের (৫৫) মৃত্যুর অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ত্রিবেনী ইউনিয়নের ভদ্রডাঙ্গা গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়।

পায়রা খাতুন ওই গ্রামের জের আলী মন্ডলের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ছেলে হাসেম আলী পলাতক রয়েছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হাসেম আলীর ছেলে নাজমুলকে আটক করেছে।

স্থানীয়দের বরাত দিয়ে ত্রিবেনী ইউনিয়নের (ইউপি) সদস্য আব্দুল লতিফ জানান, মঙ্গলবার (২৬ ফেব্রয়ারি) স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ছেলে হাসেম আলী। পায়রা খাতুন ঝগড়া থামাতে গেলে ঘাসকাটার কাস্তে ছুড়ে মারলে তার শরীরে লাগে। পরে স্থানীয় চিকিৎসককে দিয়ে ১১টি সেলাই দেওয়া হয় বলে জানান ওই ইউপি সদস্য।

শৈলকুপার রামচন্দ্রপুর পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দীন জানান, পায়রা খাতুনের বাম পা, হাটু, থোড়া ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। প্রকৃত কারণ জানতে হাসেম আলীর ছেলে নাজমুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঝিনাইদহ,শৈলকুপা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close