ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ও কবরস্থানের জায়গায় সাবেক চেয়ারম্যানের দোকান

ছবি: প্রতিদিনের সংবাদ

সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর ও তার সহযোগীদের বিরুদ্ধে সরকারি নাল ভূমি ও কবরস্থানের জায়গা দখলের অভিযোগ উঠেছে। তার ওই জায়গা দোকান তুলে বাণিজ্যিকভাবে ভাড়া দিয়েছেন।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের কাছে ১৯ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ করেন এলাকার কয়েকজন। তবে অভিযোগ অস্বীকার করেছেন সাবেক ওই চেয়ারম্যান।

অভিযোগে বলা হয়, আজাদ হাজারী আঙ্গুর ও তার সহযোগীরা ঘাটুরা মৌজার ১ নম্বর খাস খতিয়ানের ৬ শতাংশ নাল জমি এবং আরেক দাগে কবরস্থানের ২ শতাংশ জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়েছেন।

তবে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন সাবেক ইউপি চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর। তিনি বলেন, ‘অভিযোগের ব্যাপারে আমার কিছু জানা নেই। জায়গা ঠিকই আছে। সরকারের জায়গা থাকলে সরকার উদ্ধার করুক।’

জানতে চাইলে অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম শেখ। তিনি বলেন, জায়গাটি পরিমাপ করে দেখার জন্যে সহকারী কমিশনারকে(ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ব্রাহ্মণবাড়িয়া,অপরাধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close