শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

  ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

শৈলকুপা প্রেসক্লাব

কমিটির সভাপতি পলাশ, সম্পাদক মিল্টন 

সভাপতি শাহিন আক্তার পলাশ ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিল্টন।

ঝিনাইদহের শৈলকুপা প্রেসক্লাবের গ্রুপ দ্বন্দ্বের অবসান হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সব সদস্যের সম্মতিতে প্রেসক্লাবে কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক আমাদের সময়-এর প্রতিনিধি শাহিন আক্তার পলাশ ও সাধারণ সম্পাদক পদে এখন-টিভির আব্দুর রহমান মিল্টন নির্বাচিত হয়েছেন।

এ সময় আগের দুটি কমিটির সভাপতি এম হাসান মুসা ও মাসুদুজ্জামান লিটন এবং সাধারণ সম্পাদক শাহিন আক্তার পলাশ ও শিহাব মল্লিকসহ উপজেলার সব সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিল্টন জানান, সর্বসম্মতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শিগগিরই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হবে। সাংবাদিকদের পেশাদারিত্ব রক্ষায় ভূমিকা রাখবে প্রেসক্লাবের নতুন কমিটি।দেশের উপজেলা পর্যায়ে গঠিত প্রেসক্লাবগুলোর মধ্যে ঝিনাইদহের শৈলকুপা প্রেসক্লাব অন্যতম। ১৯৭৩ সালে শৈলকুপা উপজেলার কবিরপুরে নিজস্ব ভবনে প্রেসক্লাব গঠিত হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঝিনাইদহ,শৈলকুপা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close