কুষ্টিয়া প্রতিনিধি

  ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

কুষ্টিয়ায় অস্ত্র ও ফেন্সিডিল জব্দ, নারী গ্রেপ্তার

ছবি: প্রতিদিনের সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুর চিলমারী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার বোতল আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল, ৮-রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল, দুইটি হাসুয়া ও মাদক বিক্রয়ের ৯৯ হাজার টাকা জব্দ উদ্ধার করেছে র‌্যাব।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার আবুল হাশেম সবুজ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে গত মঙ্গলবার র‌্যাব-১২ সিপিসি-১ অভিযানিক দল দিনভর চিলমারি ইউনিয়নের খাজিরাথাক গ্রামে স্থানীয় বাসিন্দা ওমর ব্যাপারীর বাড়িতে তল্লাশি চালায় অভিযান চালায়। এ সময় গৃহকর্ত্রী শেফালী খাতুনের দেখিয়ে দেওয়া মতে, ৮টি প্লাস্টিক ব্যাগে রক্ষিত ১ হাজার ৯৩৬ বোতল ফেন্সিডিল সহ আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।

র‌্যাব-১২ কুষ্টিয়া, কোম্পানী কমান্ডার আবুল হাশেম সবুজ জানান, গ্রেপ্তার শেফালী খাতুনের দেওয়া তথ্যমতে বিপুল পরিমান মাদকসহ অস্ত্র জব্দ করা হয়। তারা কুষ্টিয়া, পাবনা, রাজশাহী, ঢাকা জেলাসহ আশপাশের জেলায় নেটওয়ার্ক করে মাদক চোরাচালান ব্যবসা করে আসছিল।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুষ্টিয়ার দৌলতপুর,খাজিরাথাক গ্রাম,ফেন্সিডিল,র‌্যাব-১২ কুষ্টিয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close