হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি, ২০২৪
হাটহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে হাফছা (২) নামে শিশুর মৃত্যু হয়েছে। গত রবিবার দুপুরে উপজেলার গুমানমর্দন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রহমান আলী টেন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হাফছা ওই এলাকার প্রবাসী আবুল হোসেনের মেয়ে।
শিশুর ছোট দাদা মোহাম্মদ আব্দুল জানান, পরিবারের লোকজনের অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পড়ে যায় হাফছা। তার চাচী দেখতে পেয়ে পুকুরের পানি থেকে উদ্ধার করে তাকে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, সেখান দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
পিডিএস/এস
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন