প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

সংক্ষিপ্ত খবরে সারাদেশ

ছবি: প্রতীকি

চক্ষু শিবির

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসষ্ট্যান্ড এলাকায় প্রতিবছরের মতো এবারও বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিনাজপুর শহরের দি ভিসন ডে-কেয়ার চক্ষু ক্লিনিকে চক্ষু শিবিরের উদ্বোধন করেন দিনাজপুরের চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম খান। চক্ষু শিবিরে সহযোগিতা করেন দি ভিসন ডে-কেয়ার চক্ষু ক্লিনিকের স্টাফ নাজমুল ইসলাম সেলিম, রবিউল ইসলাম, আফরোজ রহমানসহ অন্যরা।

মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে খাদ্য দ্রব্যের দাম কমানো নিয়ে জাতীয় যুব জোটের এক মানববন্ধন হয়েছে। শনিবার সকালে সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্ত্বরে এ মানবন্ধন হয়। মানবন্ধন চলাকালীন বক্তারা বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলন ও সিন্ডিকেটকারীদের গ্রেপ্তার এবং বিচারসহ বেকার যুবকদের কর্মসংস্থানের দাবি জানিয়ে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, সাধারণ সম্পাদক আবু বকর ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মুকুল, কেন্দ্রীয় যুব জোটের সহ-সভাপতি তুহিনসহ অন্যরা।

বৃত্তি প্রদান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার চিনাইরে ২৪৩ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়া হয়েছে। শনিবার দুপুরে চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজ প্রাঙ্গণে চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে ১৯ তম চিনাইর শিশু মেধাবৃত্তি দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ফাহিমা খাতুন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরল হুদা ও তার স্ত্রী সাঈদা হুদা, জেলা প্রশাসক হাবিবুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভা

পাঁচবিবি প্রতিনিধি

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা ঐক্য পরিষদের নেতাকর্মীদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্নার মতবিনিময় সভা হয়েছে। মনিরুল শহীদ মুন্নার আয়োজনে শনিবার বেলা ১১টায় পৌর কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা হয়। উপজেলা ঐক্য পরিষদের সভাপতি সুনিল রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল। সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্রের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব।

স্মার্টকার্ড বিতরণ

ভান্ডারিয়া প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার শেখ কামাল পৌর অডিটোরিয়ামে ইউএনও ইয়াছিন আরাফাত রানার সভাপতিত্বে এ বিতরণের উদ্বোধন করেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দীন মহারাজ। উদ্বোধনে উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমীন আফরোজ এর সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আলাউদ্দীন, জেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক খানজাদা শাহরিয়ার বিন মান্নান প্রমুখ।

টাস্কফোর্সের সভা

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির জরুরী সভা হয়েছে। শনিবার ইউএনও মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে এ সভা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা আরেফিন আজিম ও কাউসার আক্তার পপি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে), ফটিকছড়ি চট্টগ্রাম। এ ছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানরাসহ অন্যরা।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সংক্ষিপ্ত খবরে সারাদেশ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close