চর রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
জমি নিয়ে বিরোধ
রাজিবপুরে ঘরে ঢুকে কুপিয়ে জখম
কুড়িগ্রামের চর রাজিবপুরে জমি নিয়ে বিরোধে ঘরে দরজা ভেঙে ঢুকে ফরিস উদ্দিন (৩৫) নামক একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বালিয়ামারী ব্যাপারীপাড়া এই ঘটনা ঘটে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালের দিকে।
ঘটনার দিন আটজনকে আসামি করে চর রাজিবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন হামলায় আহত ফরিসের স্ত্রী শরিফা বেগম। থানায় অভিযোগের পর প্রতিপক্ষের লোকজন গা-ঢাকা দেওয়ায় তাদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে ফরিজল হক (৫০), তার স্ত্রী মাজেদা (৪৫), তাদের ছেলে মনির হোসেন (২২); তারা মিয়া (৬৫), তার ছেলে মাসুদ রানা (৪০), মিলকান (৩৫) ও আকাশ (৩২) সহ আটজন দরজা ভেঙে ঘরে ঢুকে ফরিস উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় ফরিসের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ফরিসের স্ত্রী শরিফা বলেন, ‘ভোরে ফরিজল, মনির ও মাজেদা এসে আমাদের ডাকতে থাকে। আমরা দরজা না খোলায় ওরা দরজা ভেঙে ঘরে ঢুকে আমার স্বামীকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। তার মাথায় ১০টি ও ডান চোখের পাশে ৩টি সেলাই পড়েছে।’
শরিফা আরো বলেন, ‘হামলার সময় আমি তাকে (ফরিস) বাঁচাতে গেলে মাজেদা এসে আমাকেও এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। আমার চিৎকারে প্রতিবেশীরা এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।’
এদিকে ফরিস উদ্দিনের অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, ‘হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’
পিডিএস/আরডি