পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিধবার
পেকুয়ায় আগুনে পুড়ল বসতবাড়ি
কক্সবাজারের পেকুয়ায় সদর ইউনিয়নের পশ্চিম গোয়াখালী দিয়াপাড়ায় আগুনে পুড়ে গেছে এক বিধবা নারীর বসতবাড়ি। এ সময় ৪টি ছাগলও দগ্ধ হয়। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে দিয়াপাড়ার মৃত গিয়াস উদ্দিন মানিকের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
দমকল বাহিনী পৌঁছানোর আগেই তার এ ঘর পুড়ে যায় বলে জানিয়েছেন পেকুয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা শফিউল আলম। এদিকে, বিধবার বাড়িতে আগুনের এ ঘটনাকে নাশকতা বলে দেখছেন স্থানীয় বাসিন্দারা।
গত ১ মাস আগে কোর্টের সামনে দেখে বিধবা মর্জিনাকে বকাঝকা করা হয়। মর্জিনা বলেন, কোর্টে আমাকে দেখার পর তারা ক্ষিপ্ত হয়। এরপর রাতেই আমার বসতবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা পেকুয়ার সভাপতি হুমায়ুন কবির বিএ বলেন, এখানে মানবাধিকার ভূলুণ্ঠিত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
পিডিএস/জেডকে