চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

  ২৩ ফেব্রুয়ারি, ২০২৪

চন্দনাইশে গরু লুট করতে গিয়ে ধরা

ছবি: প্রতিদিনের সংবাদ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ট্রাক নিয়ে গরু লুটত করতে এসে এলাকাবাসীর হাতে একজন ধরা পড়লেও দানু মিয়ার ২টি গরু নিয়ে বাকিরা পালিয়ে যায় বলে খবর পাওয়া গেছে। তাকে বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে হাশিমপুর ইউনিয়নের বহদ্দার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক আবদুর রহমান টেকনাফ থানার বাসিন্দা।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম জানান, আমি যোগদানের পর গরু চুরির ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করি। বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে এ সমস্যা একেবারে কমে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দানু মিয়ার প্রতিবেশী তার গোয়াল ঘরের সামনে অস্ত্রসহ ৭ থেকে ৮ জন লোক দাঁড়িয়ে থাকতে দেখে ঘরে ঢুকে মোবাইল ফোনে খবর ছড়িয়ে দেন। এলাকাবাসী এগিয়ে আসলে একটি সাদা হাইচ, ব্লু কালার প্রাইভেট কার ও গরু সহ ট্রাক নিয়ে চোরেরা পালিয়ে যায়।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,চন্দনাইশ,গরু,লুট,আটক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close