শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

  ২৩ ফেব্রুয়ারি, ২০২৪

শ্রীপুরে মহাসড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

ছবি: প্রতিদিনের সংবাদ

গাজীপুরের শ্রীপুরে প্রশাসনের ও সড়ক জনপদ বিভাগের উদ্যোগে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে শুরু হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এমসি বাজার থেকে এই অভিযান শুরু হয়ে তা জৈনা বাজার পর্যন্ত চলবে বলে জানিয়েছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন।

ইউএনও জানান, দখলকারীরা মহাসড়কের পাশে অবৈধ পার্কিংসহ দোকান গড়ে তোলায় পরিবহন ও পথচারীদের চলাচলে বিঘ্নিত হচ্ছিল। মহাসড়ক যানজট মুক্ত রাখতে ও সড়ক দুর্ঘটনা এড়াতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযান অব্যাহত থাকবে।

তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল মামুন। এ সময় সহযোগিতা করেছেন সড়ক জনপদ বিভাগ ও মাওনা হাইওয়ে থানা পুলিশ।

অভিযানকালে মহাসড়কের পাশে সড়ক জনপদ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুর,শ্রীপুর,অভিযান,উচ্ছেদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close