ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

  ২২ ফেব্রুয়ারি, ২০২৪

ফটিকছড়িতে কাঠ বোঝাই ৫টি ট্রাক জব্দ

ফটিকছড়িতে পাচারের সময় অভিযান চালিয়ে বুধবার রাতে উপজেলার বড়ুয়াপাড়া এলাকায় কাঠ বোঝাই ট্রাক জব্দ করে উপজেলা প্রশাসন। ছবি: প্রতিদিনের সংবাদ

চট্টগ্রামের ফটিকছড়িতে তল্লাশি প্রায় ২ হাজার সিএফটি কাঠসহ ৫টি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বৃন্দাবন হাট বাজার সংলগ্ন বড়ুয়াপাড়া এলাকায় অবৈধভাবে কাঠ পরিবহনের সময় তল্লাশি চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।

প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বড়ুয়াপাড়া এলাকা থেকে ৫টি ট্রাক এবং প্রায় ২ হাজার সিএফটি কাঠ জব্দ করা হয়। অভিযান টের পেয়ে ড্রাইভার ও সহকারিরা গাড়ি রেখে পালিয়ে যান। পরে ভ্রম্যামাণ আদালত আইন মোতাবেক নিয়মিত মামলা দায়েরের জন্য বন বিভাগের নারায়ণহাট রেঞ্জের কাছে হস্তান্তর করা হয়।

ইউএনও মোজাম্মেল হক বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হেঁয়াকো, দাঁতমারা ও রামগড়ের বিভিন্ন বন ও বাগান থেকে অবৈধভাবে কাঠ কেটে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালিত হয়। বনবিভাগ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,ফটিকছড়ি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close