মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
মঠবাড়িয়ায় ৩৭তম বাৎসরিক ওরস
পিরোজপুরের মঠবাড়িয়ায় মধ্য তুষখালী গ্রামের শিশু ফকিরের বাড়ি দুধচানীয়া খানকা শরিফের ৩৭তম বাৎসরিক ওরস আগামীকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান উদ্বোধন করবেন জামালপুর দেওয়ানগঞ্জ ঈমাম বাড়ি আলীয়া দরবারের খলিফা শাহ সৈয়দ মো. রবিউল ইসলাম (শাহ্ মস্তান)।
প্রধান বক্তা থাকবেন হযরত মাওলানা রফিকুল ইসলাম (বরিশাল), বিশেষ বক্তা থাকবেন ঢাকা বিশ^ বিসর্গ মিডিয়া চেয়ারম্যান মামুন হোসেন চিশতী। সভাপতিত্ব করবেন দেওয়ানগঞ্জ ঈমাম বাড়ি আলীয়া দরবারের প্রধান খাদেম শাহ সৈয়দ রফিকুল ইসলাম (শিশু ফকির চিশতী), সঞ্চালনা করবেন সৈয়দ শামীম চিশতী।
ওরসে আরো উপস্থিত থাকবেন দুধচানীয়া খানকা শরিফের খাদের শাহ সৈয়দ কামরুজ্জামান কাবুল চিশতী, সুমন মুন্সী, দরবার শরিফের খাদেম লিটু আহম্মেদ রহিম চিশতী।
দুধচানীয়া খানকা শরিফের পরিচালক শাহ সৈয়দ রফিকুল ইসলাম শিশু ফকির চিশতী এ ওরস শরিফে সব ধর্মপ্রাণ মানুষদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
পিডিএস/জেডকে