কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ২২ ফেব্রুয়ারি, ২০২৪

রাশিয়ান নাগরিকের ছিনতাই মোবাইল জব্দ, ছিনতাইকারী আটক

ছবি: প্রতিদিনের সংবাদ

পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্ল্যানিং ইঞ্জিনিয়ার রাশিয়ান নাগরিক আজাদের ছিনতাই ফোন জব্দ করে তার হাতে হস্তান্তর করেছে কামারখন্দ থানা পুলিশ সেইসঙ্গে ছিনতাইকারীকেও আটক করা হয়েছে। আটক আসিফ উপজেলার কামারখন্দ হাটখোলা এলাকার বাসিন্দা।

জানা গেছে, গত শনিবার ট্রেনে করে ঢাকা থেকে ইশ্বরদী যাওয়ার পথে জামতৈল রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি হয়। ঠিক সেই সময় ছিনতাইকারী আসিফ আজাদের হাত থেকে ফোন নিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে কোনো উপায় না পেয়ে রাশিয়ান নাগরিক গত শনিবার ইশ্বরদী থানায় জিডি করেন।

রাশিয়ান ওই নাগরিক জানান, ঢাকা থেকে কর্মস্থলে যাওয়ার পথে তার হাত থেকে আইফোন ১৩ নিয়ে যায়। ফোনটি ফেরত পেয়ে সবাইকে অনেক ধন্যবাদ জানান তিনি।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, মি. আজাদ দুপুর ১২টার দিকে তার ফোন হারানো পর করা জিডির কপি নিয়ে আসে এবং আমাকে বিস্তারিতে বলে। সব শোনার পর অল্প সময়ের মধ্যে ছিনতাইকারীকে আটকসহ ফোনটি জব্দ করা হয়।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,কামারখন্দ,আটক,জব্দ,মোবাইল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close