মানিকগঞ্জ প্রতিনিধি

  ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

মানিকগঞ্জে দুই শিশুকে ধর্ষণ চেষ্টায় গ্রেপ্তার ১

ছবি: প্রতীকি

মানিকগঞ্জে ৬ বছরের দুই শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় মো. কায়ুম দেওয়ান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে জেলা সদর উপজেলার উকিয়ারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।নির্যাতনের শিকার ওই শিশু তারা সম্পর্কে আপন চাচাতো বোন। অভিযুক্ত কায়ুম দেওয়ান সদর উপজেলার জাগির ইউনিয়নের বাসিন্দা।

নির্যাতনের শিকার শিশুর বাবা জানান, বুধবার সকালে বাড়ির পাশে খেলা ছিল ৫ বছরের ও ৬ বছরের দুই শিশু। এ সময় কায়ুম বড়ই খাওয়ানোর কথা বলে বাড়ির অদূরে নিয়ে তাদের ধর্ষণের চেষ্টা করেঅ তারা চিৎকার করলে কায়ুম দুইজনকে বাড়িতে পাঠিয়ে পালিয়ে যায়। পরে তারা বাড়িতে বিষয়টি জানালে কায়ুমকে খোঁজাখুজি করে। এক পর্যায় তাকে আটক করে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিল হোসেন জানান, খবর পেয়ে রাতেই তাকে গ্রেপ্তার করা হয় এবং এঘটনায় নির্যাতনের এক শিশুর বাবা বাদি হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে আসামী কায়ুম দেওয়ানকে আদালতে পাঠানো হবে।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানিকগঞ্জ,দুই শিশুকে ধর্ষণ চেষ্টা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close