জয়পুরহাট প্রতিনিধি

  ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

পাঁচবিবি সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ৩ 

ছবি: প্রতিদিনের সংবাদ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভারতীয় সীমান্ত সংলগ্ন পূর্ব উচনা ঘোনাপাড়া হাটখোলা থেকে ১০টি স্বর্ণের বার সহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিজিবি ক্যাম্পের সদস্যরা । গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার পূর্ব উচনা গ্রামের মনছুর হোসেন (৫২), রহিদুল ইসলাম (৪৫), ও ফরহাদুল ইসলাম (৪০)।

জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া জানান, বুধবার বিকেল গোপন সংবাদের ভিত্তিতে হাটখোলা বিওপি ক্যাম্পের সদস্যরা তল্লাশী চালিয়ে ১০টি স্বর্ণের বার সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বর্ণের বার গুলো বাংলাদেশ থেকে ভারতে পাচার করার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের তিনজনকে হাটখোলা বিওপি ক্যাম্পে জিজ্ঞাসাবাদের পর, রাতে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্ণের চালানটি জয়পুরহাট ট্রেজারি শাখায় জমা করা হবে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দশটি স্বর্ণের বার সহ বিজেপি কর্তৃক গ্রেপ্তার ৩ ব্যাক্তিকে পাঁচবিবি থানায় হস্তান্তর করে। পরে গতকাল বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জয়পুরহাটের পাঁচবিবি,পূর্ব উচনা ঘোনাপাড়া হাটখোলা,স্বর্ণের বারসহ আটক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close