প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

সংক্ষিপ্ত খবরে সারাদেশ

ছবি: প্রতীকি

আটক

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মেঘনা নদীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ৪ হাজার ৪৮০ কেজি (১১২ মণ) জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। একই সময় জাটকা পরিবহনে ব্যবহৃত ৭টি অটোরিকশা জব্দসহ ৪০ জনকে আটক করা হয়। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চাঁদপুর নৌ থানায় সাংবাদিকদেরকে এসব তথ্য জানান নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মো. কামরুজ্জামান। তিনি জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

অবহিতকরণ সভা

ঝিনাইদহ প্রতিনিধি

পাচারের শিকার অসহায় নারী-পুরুষদের নতুন একটা সামাজিক অবস্থান তৈরীর লক্ষ্য নিয়ে ঝিনাইদহে শুরু হয়েছে আশ্বাস প্রকল্পের কাজ। বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘ঢাকা আহছানিয়া মিশন’র বাস্তবায়নে আশ্বাস ফেজ-২ এর প্রকল্প সম্পর্কিত অবহিতকরণ সভা হয়। জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক সাজেদুল কাইয়ূম দুলাল। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, যুগ্ম জেলা জজ গোলাম নবীসহ অন্যরা।

বসন্ত উৎসব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বসন্তবরণ উৎসব উদযাপিত হয়েছে। তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদ এ বসন্ত উৎসবের আয়োজনে বুধবার বিকেল ৪টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদ সভাপতি রোকেয়া দস্তগীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ, অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন কবি ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আ. কুদদূস।

প্রস্তুতিমূলক সভা

দোহার প্রতিনিধি

ঢাকার দোহারে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা হয়। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরুজ আলম সুরুজ, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন খানসহ অন্যরা।

উপকরণ বিতরণ

টুঙ্গিপাড়া প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক স্তরে শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টায় কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবির হোসেন। বঙ্গবন্ধুর সমাধি সৌধের উন্মুক্ত চত্বরে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের দুইশত শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসবের মধ্যে রয়েছে কলম, কলমদানি, ছাতা, পানির বোতল, স্কুলব্যাগ ও কম্বল।

মতবিনিময় সভা

উল্লাপাড়া প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) তোফাজ্জল হোসেন। সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (অস্থায়ী) মনিরুজ্জামান পান্না, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সংক্ষিপ্ত খবরে সারাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close