কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি, ২০২৪
কাউনিয়ায় মোবাইল ও বিকাশের দোকানে চুরি
রংপুরের কাউনিয়ার সানাই মোড় ইদ্রিস আলী মার্কেটে সাইদুল টেলিকম মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালের দিকে প্রায় ৪ লাখ টাকা চুরি হয়েছি দাবি ভুক্তোভোগীর।
ইদ্রিস আলী মার্কেটের সাইদুল টেলিকম নামের মোবাইল ও বিকাশ এজেন্ট সাইদুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে বাড়ি থেকে ৪ লাখ টাকা নিয়ে দোকানের ড্রয়ারে রাখেন তিনি। দোকান ঝাড়ু দিয়ে পাশের টিউবওয়েল থেকে পানি আনতে যান। ফিরে এসে দেখেন তার দোকানের ড্রয়ার খোলা সেখানে রাখা ৪ লাখ টাকা নেই। এ খবরে দোকান ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
কাউনিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, চুরির ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন