ফরিদপুর প্রতিনিধি

  ১২ ফেব্রুয়ারি, ২০২৪

ফরিদপুরে

ভাইকে গলাটিপে হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

ফরিদপুরে চর্মরোগের চিকিৎসক দেখানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে গিয়ে ছোটভাইকে গলাটিপে হত্যার দায়ে বড়ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন। এ সময় আসামি আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত। রাষ্ট্রপক্ষের কৌসুলী নওয়াব আলী মৃধা রবিবার (১১ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাদণ্ডপ্রাপ্ত নাজমুল মোল্লা (২৯) ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের দক্ষিণ চরবাগাট গ্রামের বাসিন্দা।

জানা যায়, ২০২০ সালের ১২ জুন নাজমুল তার ছোট ভাই তামজিদ মোল্লাকে (১৪) গলাটিপে হত্যা করে দক্ষিণ চরবাগাটের কালিদাসের পাট খেতে ফেলে আসে। এ ঘটনায় ওইদিনই নাজমুলের বাবা মো.অহিদ মোল্লা বাদী হয়ে মধুখালি থানায় একটি হত্যা মামলা করেন।

এ মামলাটি তদন্ত করে ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) তোতা মিয়া নাজমুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

রাষ্ট্রপক্ষের কৌসুলী নওয়াব আলী মৃধা বলেন, এ মামলার রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফরিদপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close