পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
চোখে-মুখে সুপার গ্লুু আঠা দিয়ে বেঁধে সংঘবন্ধধর্ষণ, পরে ডাকাতির অভিযোগ
খুলনার পাইকগাছায় সুপার গ্লু আঠা ও মুখ বেঁধে ডাকাতি করার সময় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে পাইকগাছা উপজেলায় এ ঘটনা ঘটে জানায় প্রতিবেশীরা।
প্রতিবেশী নাজির সরদার জানান, স্বামী ব্যবসায়ী কাজে গড়ইখালীতে ছিলেন। এ সুযোগে ডাকাতরা তার বাড়ি গিয়ে গৃহীনিকে চোখে মুখে সুপার গ্লু আঠা দিয়ে চোখ মুখ বন্ধ করে দেয়। পরে ওড়না দিয়ে চোখমুখ বেঁধে ফেলে কনের দুল ও নাকফুল ছিড়ে নেয়। বাড়ীর আসবাবপত্র তচনছ করে আলমারী ও বাক্সে থাকা টাকা স্বর্ণালংকার লুটপাট করে ডাকাতরা। এ সময় তারা ওই গৃহবধূকে গণধর্ষণ করে বলে পরিবারের লোকেরা জানিয়েছেন। তাকে পরিবারের লোকজন রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তোভোগীর স্বামী জানান, তার স্ত্রী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন।
পাইকগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, সকালেই সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই নারী অসুস্থ আছেন। তার কাছ থেকে বিস্তারিত না জানা পর্যন্ত সঠিকভাবে কোনো কিছু বলা যাচ্ছেনা।
পিডিএস/এস