টঙ্গী (গাজীপুর) প্রতি‌নি‌ধি

  ১২ ফেব্রুয়ারি, ২০২৪

টঙ্গীতে ট্রা‌কে ট্রেনের ধাক্কা, নিহত ১, আহত ২

গাজীপুরের টঙ্গীতে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেসের সাথে ময়লার ড্রাম ট্রাকের সংঘর্ষে অটোরিকশাচালক নবীন (১৮) নামে একজন নিহত হয়েছেন। তিনি নেত্রকোনার পূর্বধলা থানার ধলা গ্রামের দুদু মিয়ার ছেলে।

রবিবার রাত সাড়ে ১১টায় টঙ্গীর মধুমিতা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন। রাত পৌনে ১টায় ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, রেললাইনের পাশে গাজীপুর সিটি কর্পোরেশনের একটি ময়লার ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মধুমিতা রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ইঞ্জিনের সাথে ট্রাকের ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় পাশে থাকা অটোরিকশা ট্রাকের নিচে চাপা পড়ে রিকশাচালক নবীনসহ দুজন যাত্রী আহত হন।

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর নবীনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা জানান, ট্রেন ও ট্রা‌কের সংঘ‌র্ষে অটোরিকশাচালক নবীনসহ ৩ জন আহত হন। তিনজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক নবীনকে মৃত ঘোষণা করেন। রাত পৌনে ১টার‌ দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টঙ্গী,দুর্ঘটনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close