মান্দা (নওগাঁ) প্রতিনিধি

  ১১ ফেব্রুয়ারি, ২০২৪

মান্দায় গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের চেষ্টা, কর্মকর্তা-কর্মচারীরা আটক

ছবি: প্রতিদিনের সংবাদ

নওগাঁর মান্দায় আল-আমিন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামে একটি বেসরকারি সংস্থা গ্রাহকের ৬০ লক্ষাধিক আমানতের টাকা নিয়ে লাপাত্তা হওয়ার চেষ্টাকালে স্থানীয়রা তাদেরকে আটক করেছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার প্রসাদপুর বাজারের দয়ালের মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, আল-আমিন মাল্টিপারপাস নামে সংগঠনটি ২০১৮ সাল থেকে জেলার বিভিন্ন এলাকায় ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছিল। কার্যক্রম পরিচালনা কালে উচ্চ লাভের লোভ দেখিয়ে সংগঠনটি গ্রাহকের রাখা প্রায় ৬০ লাখ টাকা আমানত হাতিয়ে নিয়েছেন। বেশ কিছুদিন ধরে অফিস পরিবর্তন করে গাঁ ঢাকা দিয়ে উপজেলার বাহিরের এলাকায় তারা অবস্থান করছিলেন। এক পর্যায়ে গ্রাহকেরা তাদের খুঁজাখুজি করে স্থানীয়দের সহায়তায় অফিসের কর্মকর্তা, কর্মচারীদের আটক করেন।

এ বিষয়ে জানতে চাইলে আল-আমিন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের পরিচালক (এমডি) মো. আলিম আর রাজিরের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার সাড়া মেলেনি।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নওগাঁ,মান্দা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close