পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি

  ১১ ফেব্রুয়ারি, ২০২৪

সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচার দাবিতে সাঁথিয়ায় মানববন্ধন 

ছবি: প্রতিদিনের সংবাদ

সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচার দাবিতে পাবনার সাঁথিয়া ও বেড়া উপজেলায় কর্মরত গনমাধ্যমকর্মীরা মানববন্ধন করেছেন। রবিবার সাঁথিয়া প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।

সাঁথিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও সমকালের সাঁথিয়া প্রতিনিধি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও খালেকুজ্জামান পান্নুর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন, সাঁথিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুদ দাইন সরকার, সাবেক সভাপতি জয়নুল আবেদিন রানা, সাঁথিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই, নবনির্বাচিত সহ-সভাপতি ফারুক হোসেন, বেড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক উজ্জল হোসাইন, আমিনপুর থানা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আলমগীর হোসাইন অর্থ, খোলা কাগজের সাঁথিয়া প্রতিনিধি মনসুর আলম খোকন, তাইজুল ইসলাম, প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন আবু ইসাক, মনোয়ার পারভেজ মানিক, এম.জে সুলভ, রফিকুল ইসলাম সান, আরিফ খাঁন, লুৎফর রহমান উল্কা, প্রমুখ।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাবনার সাঁথিয়া,সাগর-রুনী হত্যা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close