মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

  ১১ ফেব্রুয়ারি, ২০২৪

গোলাম মোস্তফা হত্যা

মহাদেবপুরে হত্যা মামলার আসামী গ্রেপ্তার 

ছবি: প্রতিদিনের সংবাদ

নওগাঁর মহাদেবপুরে গোলাম মোস্তফা হত্যা মামলার প্রধান আসামী ডিএম মামুন (২৬) নামে এক ব্যক্তিকে গ্রপ্তার করেছে র‌্যাব। গত শনিবার রাত ৮টার দিকে ঢাকার উত্তরা ৪ নম্বর সেক্টরের পার্ক এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ ও র‌্যাব-১। গতকাল রবিবার র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযুক্ত ডিএম মামুন উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের বামনসাতা গ্রামের লুৎফর রহমানের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ২২ ডিসেম্বর মহাদেবপুর উপজেলার কর্ণপুর মধ্যপাড়া গ্রামের খবির হোসেনের ছেলে গোলাম মোস্তফাকে বাড়ি থেকে ডেকে নেয় অজ্ঞাত দুই ব্যক্তি। পরে রাত ২ টার দিকে তাদের হাতে থাকা ধারালো চাকু দ্বারা এলোপাথাড়ী আঘাতে পিঠে গভীর ক্ষত এবং অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। ওই সুযোগে পালিয়ে যায় অজ্ঞতরা। আহত গোলাম মোস্তফার চিৎকারে পাশের বাড়ির ভ্যানচালক তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার ভ্যানযোগে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের বাবা খবির হোসেন বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা রুজু করে। ঘটনার পর থেকে আসামী মামুন আত্নগোপনে চলে যায়। পরে র‌্যাব-৫ এবং র‌্যাব-১ যৌথ অভিযানে আসামী মামুনকে উত্তরা ৪ নম্বর সেক্টর পার্ক এলাকা থেকে গ্রেপ্তার করে।

মহাদেবপুর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, আসামীকে র‌্যাব থানায় হস্তন্তর করেছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নওগাঁর মহাদেবপুর,গোলাম মোস্তফা হত্যা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close