বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

  ১১ ফেব্রুয়ারি, ২০২৪

বদলগাছীতে খোলা আকাশের নিচে ১৯ পরিবার

‘হামরা খামু কি, থাকমু কুতি’  

বদলগাছীর রসূলপুর গ্রামে আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ি।-প্রতিদিনের সংবাদ

নওগাঁর বদলগাছীতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১৯টি পরিবারের ঘরবাড়ি। শুধু ঘরবাড়ি নয়, পুড়ে গেছে গরু- ছাগলও। এছাড়া, ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ১২টি পরিবার। গতকাল শনিবার দুপুরের দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের রসূলপুর গ্রামে আগুনের এ ঘটনা ঘটে।

বদলগাছী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মহিদুল ইসলাম বলেন, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুন নিয়ন্ত্রণে আড়াই ঘণ্টা কাজ করেছি।

সন্ধা রানি বলেন, ‘হামরা ধান লাগাতে গেছিনো। আইসা দেখি সব শ্যাষ। কিচ্ছু নাই। হামরা খামু কি, থাকমু কুতি।’

শনিবারই ঘটনাস্থল পরিদর্শন করে সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন জানান, প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা, দুই প্যাকেট শুকনো খাবার ও দুটি করে কম্বল দেওয়া হয়েছে।

আধাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম পল্টন ক্ষতিগ্রস্তদের ১টি করে শাড়ি ও লুঙ্গি দিয়েছেন বলে রবিবার (১১ ফেব্রুয়ারি) জানিয়েছেন ওই ইউনিয়নের ওয়ার্ড মেম্বার নাহিদ হোসেন।

এদিকে, স্থানীয় এমপির পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ২ হাজার টাকা ও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের শ্রমকল্যাণবিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নওগাঁ,বদলগাছী,আগুন,পুড়ল,ঘরবাড়ি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close