চাঁদপুর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি, ২০২৪
যাবজ্জীবনপ্রাপ্ত ‘সিস্টেম খোকন’ গ্রেপ্তার
চাঁদপুরের শাহরাস্তিতে অপহরণ ও খুনের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফারুক হোসেন প্রকাশ ‘সিস্টেম খোকন’কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলের দিকে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফারুক হোসেন উপলতা এলাকার বাসিন্দা।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ২০ বছর আগে আসামি ফারুক হোসেনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর থানার অপহরণ ও খুনের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। গোপন সংবাদের ভিত্তিতে তার উপলতা কাজী বাড়ি থেকে থানার উপ-পরিদর্শক (এসআই) জনি কান্তি দে ও কিশোর বড়ুয়া তাকে গ্রেপ্তার করে। পরে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন