প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১০ ফেব্রুয়ারি, ২০২৪

সংক্ষিপ্ত খবরে সারাদেশ

ছবি: প্রতিদিনের সংবাদ

পরিষদের অভিষেক

পটুয়াখালী প্রতিনিধি

কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী পরিষদ-২০২৪ এর অভিষেক হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কুয়াকাটা হোটেল খান প্যালেস প্রাঙ্গনে এ অভিষেক হয়। অভিষেক অনুষ্ঠানে সাধারন সম্পাদক জাকারিয়া এর সঞ্চালনায় ও সভাপতি জাফর খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. মহিববুর রহমান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ অন্যরা।

চক্ষু সেবা

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম মানবিক সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি বাজারে ৩০০ দুঃস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চক্ষু সেবা ও চশমা বিতরণ করা হয়েছে। কার্যক্রমের উদ্বোধন করেন মানবিক সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহাদাত উল্লাহ নূর সুমন।

আলোচনা সভা

মাগুরা প্রতিনিধি

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সার্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার, বৈষম্যহীন ও একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা চালুর দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মাগুরা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা হয়েছে। শনিবার বেলা ১১টায় স্থানীয় ৩ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলার সংগঠক গোলাম পারভেজের সভাপতিত্বে আলোচনা করেন সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য লাবনী সুলতানাসহ অন্যরা।

ল্যাপটপ বিতরণ

শেরপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শেরপুরে ৩টি উপজেলায় আইটি সার্ভিস প্রোভাইডার, ওম্যান ফিল্যান্স্যার ক্যাটাগরিতে মোট ১২টি ব্যাচের ২৪০জন প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসন ও তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে বিতরণে বক্তব্য দেন পুলিশ সুপার মোনালিসা বেগম, হার পাওয়ার প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নিলুফা ইয়াসমিন।

বইমেলা উদ্বোধন

উলিপুর প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে সপ্তাহব্যাপি বইমেলা শুরু হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে ২৮তম বই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নাট্যকার, লেখক ও সাহিত্যিক জাহিদুল ইসলাম জাহিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা. লোকমান হাকিম, উলিপুর পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ অন্যরা।

চুড়ান্ত খেলা

অভয়নগর প্রতিনিধি

আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার আয়োজনে ‘পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট’ এর চুড়ান্ত খেলা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা হয়। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন শেখ কামাল স্মৃতি সংসদ (খুলনা) বনাম রাজবাড়ি জেলা একাদশ। নওয়াপাড়া পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ বিজয়ী হয় শেখ কামাল স্মৃতি সংসদ খুলনা। পরে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুল।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সংক্ষিপ্ত খবরে সারাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close