কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

  ১০ ফেব্রুয়ারি, ২০২৪

কৃষি জমিতে ইদুর মারার তারে বিদ্যুৎস্পর্শে সহোদরের মৃত্যু

ছবি: প্রতীকি

পিরোজপুরের নেছারাবাদে কৃষি জমিতে ইদুর মারার তারে বিদ্যুস্পর্শে নাদিম মাঝি (২৫) ও ইমাম মাঝি (২২) নামের সহোদরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার ১ নম্বর ওয়ার্ডের উড়িবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নাদিম ও ইমাম ওই গ্রামের আয়নাল হক মাঝির ছেলে।

বলদিয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. মিজান মিয়া জানান, ওই এলাকার রিপন নামে এক ব্যক্তি ইদুর নিধনের জন্য নিজের কৃষি জমিতে বৈদ্যুতিক সংযোগ দেয়। গত শুক্রবার রাতে নাদিম ও ইমাম দুই ভাই ওই জমিতে পাখি শিকার করতে গিয়ে ওই বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। গতাকল শনিবার সকাল ৯ টার দিকে এলাকাবাসী দুই ভাইকে কৃষি জমির পাশের খালে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নাদিম ও ইমাম উরিবুনিয়া এলাকার একটি মুরগির ফার্মে কাজ করতেন ও সেখানেই পরিবার নিয়ে বসবাস করত।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পিরোজপুরের নেছারাবাদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close