লালমনিরহাট প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি, ২০২৪
লালমনিরহাট সীমান্তে শিশুসহ ৪ রোহিঙ্গা আটক

ছবি: প্রতীকী
লালমনিরহাটের পাটগ্রামে দহগ্রাম সীমান্তের তিন বিঘা করিডোর থেকে এক শিশুসহ ৪ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। পরে তাদের পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের তিনবিঘা করিডোর সীমান্তের প্রধান খুঁটি থেকে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাফেরা করা অবস্থায় তাদের আটক করা হয়।
আটক রোহিঙ্গারা টেকনাফ সেকমারকুল ২১ রিফিউজি রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল্লাহ (২৪), তার স্ত্রী শরিফা (১৯), একই ক্যাম্পের আমেনা (১৫) ও শিশু রিনাস।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জয়ন্ত কুমার সাহা বলেন, আটক রোহিঙ্গাদের তথ্য যাচাই-বাছাই চলছে। সীমান্ত থেকে বিজিবি তাদের আটক করে সন্ধ্যায় থানায় সোপর্দ করেছে। তারা থানা হেফাজতে আছে।
পিডিএস/জেডকে
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন