পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

  ১০ ফেব্রুয়ারি, ২০২৪

পাইকগাছায় জাল ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার ১

ছবি: প্রতীকী

খুলনার পাইকগাছায় জাল ৪০ হাজার টাকাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে এসব জাল টাকাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। আটক নূরজাহান পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিববাটী গ্রামের বাসিন্দা।

এসআই শেখ ইমরুল করিম বাদী হয়ে পাইকগাছা থানায় তার বিরুদ্ধে মামলা করেছেন।

জানা যায়, জেলার পুলিশ সুপার সাঈদুর রহমানের নির্দেশনায় পুলিশ পরিদর্শক নাসির উদ্দিনের নেতৃত্বে এসআই শেখ ইমরুল করিম অভিযান চালিয়ে উপজেলার গ্রামের কাশিমনগর পুলিশ বক্সের সামনে থেকে শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে নূরজাহান খাতুনকে আটক করেন। এ সময় তার কাছ থেকে জাল ৪০টি ১ হাজার টাকার নোট জব্দ করা হয়।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খুলনা,পাইকগাছা,জাল টাকা,গ্রেপ্তার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close