চাঁদপুর প্রতিনিধি

  ১০ ফেব্রুয়ারি, ২০২৪

হাইমচরে জাটকা ধরায় ৬ জেলের অর্থদণ্ড 

ছবি: প্রতিদিনের সংবাদ

মৎস্য সম্পদ ধ্বংসকারী ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণের লক্ষ্যে চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশনে জাটকা ধরা অবস্থায় ৬ জেলকে আটক করা হয়েছে। পাশাপাশি তাদের ৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। গত শুক্রবার রাত সাড়ে ৮টায় হাইমচরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা।

জেলেরা হলেন, আহসান গাজী (৪৫), সাইফুল ভুইয়া (২৫), রফিক বেপারী (৪০), লিটন গাজী (৪০), নাছির বেপারী (৪০) ও বোরহনা (১৪)। এসব জেলেদের বাড়ি চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহিরয়া এলাকায়।

অভিযানে অংশগ্রহণকারী হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকতা (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব রশীদ জানান, বিশেষ কম্বিং অপারেশনের তৃতীয় ধাপের চতুর্থ দিনে সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জব্দ জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চাঁদপুর,কারেন্ট জাল,আটক,জেলে,অভিযান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close