মো. আকিব হোসেন খান, কিশোরগঞ্জ প্রতিনিধি

  ০৯ ফেব্রুয়ারি, ২০২৪

কিশোরগঞ্জে ময়দার মিলে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

ছবি : প্রতিদিনের সংবাদ

কিশোরগঞ্জে একটি ময়দার মিলে অগ্নীকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে জেলা শহরের ৩২ আমলীতলা নামক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের ২ ইউনিটের আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, কিশোরগঞ্জ সদরের বত্রিশ আমলিতলা নামক এলাকায় আবু তাহের মিয়ার ময়দার মিলে আগুন লাগার ঘটনাটি ঘটেছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১০টায় ময়দার মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এমন সংবাদ পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আমলীতলা নাম এলাকায় সেই ময়দার মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ৩-৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। এ ছাড়াও অগ্নিকাণ্ডের ঘটনায় ময়দার মিলের ভেতর থেকে ২০ থেকে ২৫ লাখ টাকার মালাল স্থানীয় জনসাধারণ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে উদ্ধার করতে সক্ষম হয়েছেন বলেও নিশ্চিত করেছেন, ফায়ার সার্ভিস কিশোরগঞ্জ সদরের স্টেশন অফিসার আবুজর গিফারী।

এ ছাড়াও ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, ময়দার মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লক্ষাধিক টাকার ক্ষতি,ময়দার মিলে আগুন,কিশোরগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close