কিশোরগঞ্জ প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি, ২০২৪
কিশোরগঞ্জে পরিবহনে চাঁদা আদায়ের সময় রশিদসহ আটক ৪
কিশোরগঞ্জে সড়ক ও মহাসড়কে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় হাতেনাতে ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবিরের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার জেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায় র্যাব-১৪, কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি-সংক্রান্ত অপরাধ দমনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে র্যাব। দেশের বিভিন্ন অঞ্চলের উৎপাদনকারীদের কাছ থেকে পণ্য সামগ্রী সংগ্রহ ট্রাক/পণ্যবাহী যানবাহনে পাইকারি ও খুচরা বাজারে পৌঁছানোর সময় পথিমধ্যে নামে বে-নামে ভুয়া রশিদ অথবা কখনো কৌশলে বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে অর্থ চাঁদাবাজি করা হয়।
পিডিএস/জেডকে
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন