শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

  ০৯ ফেব্রুয়ারি, ২০২৪

শাহরাস্তিতে ২ হাসপাতাল ও উর্বর মাটি কাটায় জরিমানা

ছবি: প্রতিদিনের সংবাদ

চাঁদপুরের শাহরাস্তিতে ২টি হাসপাতাল ও ফসলি জমির উর্বর মাটি কাটার দায়ে দেড় লাখ টাকা ও অভিযুক্ত একটি প্রতিষ্ঠানকে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার টামটা উত্তর ইউপির উয়ারুক বাজারে এ জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই বাজারের মনির আই কেয়ার সেন্টারকে ৫০ হাজার ও সিলগালা, একই বাজারের কেয়ার হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারকে ৫০ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত। এতে প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসির উদ্দিন।

এদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী জমির উর্বর মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই সময় উপজেলার সূচিপাড়া উত্তর ইউপির ধামরা এলাকা থেকে অবৈধভাবে ফসলিী জমি থেকে উর্বর মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। শাহরাস্তি মডেল থানার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এতে সহযোগিতা করেন।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চাঁদপুর,শাহরাস্তি,মাটি কাটা,হাসপাতাল,জরিমানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close