মৌলভীবাজার প্রতিনিধি

  ০৯ ফেব্রুয়ারি, ২০২৪

বড়লেখায় ৩২৫টি ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

ছবি: প্রতিদিনের সংবাদ

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশেরর এক অভিযানে ৩২৫টি ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে পৌরশহরের মহুবন্দ এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মৃত মহছিন আলীর ছেলে খলিলুর রহমান (৫৫) ও তার স্ত্রী সফিরুন নেছা (৪৫)। পুলিশের দাবি তারা মাদক ব্যবসায়ী।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বড়লেখা পৌরশহরের মহুবন্দ এলাকায় খলিলের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে খলিলুর রহমান ও তার স্ত্রী সফিরুন নেছার থেকে ৩২৫টি ইয়াবা জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৌলভীবাজারের বড়লেখা,৩২৫টি ইয়াবা,দম্পতিকে গ্রেপ্তার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close