সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ০৯ ফেব্রুয়ারি, ২০২৪

সিংগাইরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১২ দোকান 

ছবি: প্রতিদিনের সংবাদ

মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে গেছে। এ গতকাল শুক্রবার রাত ৩ টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্থদের।

ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা হলেন পবন, মিস্টার, কালাম, মগর আলী, আনোয়ার হোসেন, আজিজুল হক, মালেক, সাকিল, পুলাপ শাহ, চান গোপাল, ডা. সিদ্দিক, ও কুদ্দুস।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দোকানের ভিতরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তাৎক্ষনিক ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে পাশের দোকানের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রন আনার চেষ্টা করেন। এরই মধ্যে সিংগাইর উপজেলা ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সম্পূর্ন আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে সম্পূর্ন দোকান পুড়ে ছাই হয়ে যায়।

সিংগাইর উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ ইসতিয়াক আহমেদ আগুনের বিষয়টি নিশ্চিত করে জানান, শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হতে পারে। এতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে বলে জানান তিনি।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানিকগঞ্জের সিংগাই,অগ্নিকাণ্ডে ১২ দোকান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close