reporterঅনলাইন ডেস্ক
  ০৯ ফেব্রুয়ারি, ২০২৪

রাজশাহী রেল স্টেশনে যুবকের ঘুষিতে আনসার সদস্য নিহত

ছবি : সংগৃহীত

রাজশাহী রেল স্টেশনে এক যাত্রীর ঘুষিতে মাইনুল ইসলাম (৪৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। নিহত আনসার সদস্য গোদাগাড়ীর মাঙ্গনপুরের জয়েন উদ্দীনের ছেলে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টা দিকে রাজশাহী রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

রেল স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, ‌রাত ৯টার দিকে স্টেশনে কয়েকজন যুবক ঘোরাঘুরি করছিল। ওই সময় আনসার সদস্য নিষেধ করলে তারা তর্কাতর্কিতে জড়ায়। একপর্যায়ে আনসার সদস্য মাইনুলকে ঘুষি মারলে তিনি মাটিতে পড়ে যান। রাত সোয়া ৯টায় হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্টেশন ম্যানেজার আরও জানান, এ ঘটনায় কারা জড়িত তা জানার চেষ্টা চলছে। সিসি ক্যামেরা দেখা হচ্ছে। পুলিশ একজনকে আটক করেছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজশাহী,গোদাগাড়ি,ঘুষি,আনসার সদস্য
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close