নাটোর প্রতিনিধি
নাটোর বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান
নাটোর বিআরটিএ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহীর সমন্বয়কারী সহকারী পরিচালক আমির হোসাইন এই নেতৃত্ব দেন।
সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, তাদের প্রধান কার্যালয় থেকে অভিযানের একটি পত্র পেয়ে তারা এই অভিযান চালান। তাদের কাছে অভিযোগ রয়েছে নাটোর বিআরটিএ কার্যালয়ে গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স করা বাবদ ঘুষ দাবি ও দালালদের মাধ্যমে কাজ করানোর অভিযোগ রয়েছে। বিআরটিএ অফিসে দালালদের দৌরাত্মে সেবা গ্রহীতাদের নানা বিড়ম্বনার চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশ হয় বিভিন্ন মিডিয়ায়। এসব অনিয়ম দুর্নীতির অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রাথমিকভাবে কিছু সত্যতা পাওয়া গেছে।
পিডিএস/এস