উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ০৮ ফেব্রুয়ারি, ২০২৪

উল্লাপাড়ায় এক যুবকের মরদেহ উদ্ধার 

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বপন নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা গ্রামের আবাদি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্বপন শাহীকোলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে এবার উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাশ করেছে বলে জানা গেছে।

উল্লাপাড়া মডেল থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে স্বপন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরে বৃহস্পতিবার সকালের দিকে স্থানীয় বাসিন্দারা গ্রামের মাঠের মধ্যে স্বপনের মরদেহ দেখে। পরবর্তীতে পুলিশে খবর দিলে থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মাদ সিদ্দিকুর ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,উল্লাপাড়া
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close