কিশোরগঞ্জ প্রতিনিধি

  ০৮ ফেব্রুয়ারি, ২০২৪

কিশোরগঞ্জে পরিবহনে চাঁদাবাজী করার সময় গ্রেপ্তার ৫ 

ছবি: প্রতিদিনের সংবাদ

কিশোরগঞ্জের ভৈরবে বিভিন্ন পরিবহনে চাঁদাবাজী করার সময় ৫ ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার সকালে জেলার ভৈরব থানাধীন দূর্জয়মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন আল আদিন, রাসেল মিয়া, রোমান মিয়া, পারভেজ মিয়া, রুবেল মিয়া, সবার বাড়ি ভৈররের বাঘাইরকান্দি এলাকায়।

জানা গেছে, র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার সকালে ভৈরব থানাধীন দূর্জয়মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা তোলার সময় ৫ ব্যক্তিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ৪২০ উদ্ধার করে জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে ভৈরব থানা এলাকায় অবৈধভাবে চাঁদাবাজী করে আসছে স্বীকার করেছে।

চাঁদাবাজদের আটকের বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করেছেন র‌্যাব ১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. ফাহিম ফয়সাল।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কিশোরগঞ্জের ভৈরব,পরিবহনে চাঁদাবাজী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close