নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ১০ ডিসেম্বর, ২০২৩

নবীনগরে

পুলিশকে কামড়ে পালালেন আসামি 

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাসুদ হত্যা মামলার প্রধান আসামি হালিম মিয়াকে আটকের পর পুলিশকে কামড়ে পালিয়ে যায় হালিম। শনিবার (৯ ডিসেম্বর‌) সন্ধ্যায় উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, ওই এলাকার আব্দুল কাদিরের ছেলে মাসুদ হত্যার প্রধান আসামি হালিমকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে নবীনগর থানা-পুলিশ। এ সময় আসামিকে হাতকড়া লাগাতে গেলে নবীনগর থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল আরিফের হাতে কামড় দিয়ে পালিয়ে যায় হালিম। এ ঘটনায় আসামিকে পালিয়ে যেতে সহযোগিতা করায় বিজয় মিয়াকে আটক করেছে পুলিশ।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, আসামিকে দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে।

উল্লেখ্য, ২০২১ সালের (২৫ নভেম্বর) নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থক খাগাতুয়া গ্রামের বাসিন্দা মৃত মঙ্গল মিয়ার ছেলে মাসুদকে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলায় প্রধান আসামি হিসেবে দীর্ঘদিন যাবত পলাতক ছিল হালিম মিয়া।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ব্রাহ্মণবাড়িয়া,নবীনগর,হত্যা মামলা,পুলিশকে কামড়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close