আজিজুল হাকিম, মানিকগঞ্জ

  ১০ ডিসেম্বর, ২০২৩

নৌকার সমর্থকের বিরুদ্ধে অভিযোগ

মানিকগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধর

মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন প্রদীপ বসু। ছবি: প্রতিদিনের সংবাদ

মানিকগঞ্জ-১ (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) আসনের এক স্বতন্ত্রপ্রার্থীর এক সমর্থক মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। রবিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকার ছবেদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

মানিকগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম। তার মেয়ের জামাই ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুবেলের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা ওই মারধর করা হয় বলে ভুক্তভোগীর অভিযোগ। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

মারধরের শিকার ডা. প্রদীপ বসু জেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক। তিনি জেলার দৌলতপুর উপজেলার খলশী ইউনিয়নের খলশী এলাকার মনরঞ্জন বসুর ছেলে। তবে স্বপরিবারে মানিকগঞ্জ শহরে ভাড়াবাসায় থাকেন। তিনি পেশায় একজন চিকিৎসক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্রপ্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদের সমর্থক বলে জানা গেছে।

প্রদীপ বসু বলেন, ‘আমি স্বতন্ত্রপ্রার্থী সালাউদ্দিন মাহমুদ জাহিদের নির্বাচনী কাজ করছি। এর কারণে নৌকার প্রার্থী আব্দুস সালামের মেয়ের জামাই ও সাবেক ছাত্রলীগের এনামুল হক রুবেল দীর্ঘদিন ধরে হুমকি-ধামকি দিয়ে আসছেন। আমার সঙ্গে যারা রাজনীতি করেন, তাদের কাছেও আমাকে নির্বাচনী কাজ না করতে হুমকি-ধামকি দিয়েছেন। আজ (রবিবার) সকালেও আমাকে দেখে নেওয়ার হুমকি দেয় রুবেল। ’

প্রদীপ বসু আরো জানান, রবিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে বের হয়ে ছাবেদ মার্কেটের সামনে এলে রুবেলের নেতেৃত্বে জেলা ছাত্রলীগের সাবেক নেতা রানা, পারভেজ, নুরুসহ ৪০-৫০ জন তাকে ঘেরাও করে। পরে তাকে গ্যাসের সংযোগ পাইপ, লোহার চেইন ও দেশীয় অস্ত্র তাকে পিটানো হয়। এ সময় তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয় এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

মানিকগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক শামীমা আক্তার বলেন, ‘প্রদীপ বসুর শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন আছে। ব্যাথার পরিমাণ বেশি থাকায় তাকে ব্যাথানাশক ইনজেকশনসহ প্রাথমিক চিকিৎসা দিয়ে শয্যায় দেওয়া হয়েছে।’

চিকিৎসক শামীমা আক্তার জানান, হাসপাতালের আসার পর রোগীর শারীরিক অবস্থা খারাপ ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে রোগীর শরীরের ভিতরে পরিস্থিতি বোঝার জন্য তিনটি পরীক্ষা (এক্স-রে) দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

মারধরের ঘটনায় মানিকগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী আব্দুস সালামের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও তার সাড়া পাওয়া যায়নি। জানতে চাইলে এনামুল হক রুবেল বলেন, ‘এটা মিথ্যা অভিযোগ। মারধরের বিষয়ে আমি কিছুই জানি না। বিষয়টি আমি সংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। তিনি কিভাবে আহত হয়েছে, সেটাও আমি জানি না।’

মানিকগঞ্জ সদর থানার তদন্তকারী কর্মকর্তা স্বপন কুমার সরকার বলেন, ‘লোকজন মুখে শুনে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ মৌখিক বা লিখিত করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পিডিএস/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানিকগঞ্জ,শিবালয়,ঘিওর,দৌলতপুর,স্বতন্ত্রপ্রার্থী,মারধর,আওয়ামী লীগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close