গোয়লন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

  ১০ ডিসেম্বর, ২০২৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ

ঘন কুয়াশায় ফেরি বন্ধ সাড়ে ৮ ঘণ্টা

ছবি: প্রতিদিনের সংবাদ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশায় সাড়ে ৮ ঘণ্টা বন্ধ ছিল লঞ্চ ও ফেরি চলাচল। পরে রবিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। এই নৌপথে ছোট-বড় ১৮টি ফেরি চলাচল করছে।

জানা গেছে, শনিবার (৯ ডিসেম্বর) রাত ১টা ১০ মিনিটের পর দৌলতদিয়া ঘাট থেকে কোনো ফেরি ছেড়ে যায়নি। কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় ফেরি ও লঞ্চের বাতি অস্পষ্ট হয়ে গেলে দূর্ঘটনা এড়াতে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এতে দূর্ভোগে পড়েছে নদী পার হতে আসা যাত্রী ও যানবাহনের চালকেরা। সাড়ে আট ঘণ্টা বন্ধ থাকার পর রবিবার সকাল ৯টা ৪০ মিনিটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো. ছালাউদ্দিন বলেন, হঠাৎ করে রাত ১টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় ফেরি মার্কিন বাতি অস্পষ্ট হয়ে যায়। তাই ঘাট কর্তৃপক্ষ দূর্ঘটনা এড়াতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়। কুয়াশার ঘনত্ব কেটে গেলে সাড়ে ৮ ঘন্টা পর পুনরায় ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজবাড়ী,গোয়লন্দ,ঘন কুয়াশা,ফেরি  বন্ধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close